দর্শণীয় স্থান
অনেক দিন আগের কথা ১৯২০ সনের দিকে তালম আর কলমে বসতী ছিল। তালম আর কলমে খেয়া ছিল।ওখান থেকে এসে হিন্দু সম্পাদায়ের লোকজন দুধ দিয়ে পূজা করত আর এত লোকজন পূজা করত যে, পূজার দুধ গড়িয়ে দুধ গাড়ি ভরে যেতো।শিব পূজা শেষে তারা শিবের পুকুরে চান করত।ওখানে অনেক পাথর আছে যে, পাথর গুলো কেউ যদি নিয়ে যাইত পাথরগুলো আবার একাই চলে আসতো।এইতো গত বছর ৩০/৪০ জন লোক শিবকে তুলে নিতে যায় শিবে সীমা পার করতে পারে নাই অথচ হিন্দু সম্পাদয়ের ৪/৫ জন লোক শিবকে ধরে তার নিজ স্থানে নিয়ে যাওয়ার সাথে সে তার স্থানে বসে যায়।
যোগাযোগের ব্যবস্থা হল:তাড়াশ থানা থেকে ১০ কিলো উত্তরে আসতে হবে তারপরে গুল্টাবাজারে আসতে হবে সেখান থেকে ৪কিলো পশ্চিমে গেলে শিব এর বাড়ি।এখানে প্রত্যেক বছর মেলার মধ্যে হাজার লোকের সমাবেশ হয়।আমি সেখানে পরিদর্শণ করতে গিয়ে দেখি হাজার লোক তাদের মনে বাসনা পূরণের জন্য প্রার্থনা করে। বাংলাদেশের মধ্যে চেষ্ট একটি শিব বলা চলে।তাইতো প্রবাদ বাক্য শিব দেখতো তালম গ্রামদেখ কলম আর বিল দেখ চলন।
জুয়েল রানা ইউ,আই,এসসি
তালম ইউনিয়ন
পরিষদ থেকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS