রাজধানী ঢাকা থেকে তালম ইউনিয়ন পরিষদে আসতে
সড়কপথে-
রাজধানীঢাকা হতে উত্তরবঙ্গের যে কোন বাসে সরাসরি বঙ্গবন্ধু সেতু হয়ে সিরাজগঞ্জ গোলচত্বরের পশ্চিম দিকে নাটোর রোড হয়ে মহিষলুটি নামতে হবে সেখান থেকে তাড়াশ বাসস্ট্যান্ডে আসতে হবে তাড়াশ হইতে ১৩কিলো মিটার উত্তরে আসিয়া ২০০ফুট পশ্চিমে আসতে হবে তাহার পরে ৩৩০ ফুট উত্তর দিকে আসতে হবে তাহা হইলে ইউনিয়ন পরিষদ পাবেন। সময় লাগবে আনুমানিক তিন থেকে সাড়ে তিন ঘন্টা (যদিরাস্তায় কোন সমস্যা না থাকে)। এখান হতে আপনি রিক্স, ভ্যান, অটোরিক্সায় রানীহাট বাজারে আসতে পারবেন। রিক্স, ভ্যান, অটোরিক্সা হলে সময় লাগবে মাত্র ৩০ মিনিট।
এছাড়াও চেয়ারম্যান এর মোবাইল নং-০১৭১৪-৯০৯২১৪
সচিব এর মোবাইল নং-০১৭১২-৬০৭৮৪৮
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS