গ্রাম পুলিশদের কার্যবলী নিম্নে প্রদত্তঃ
১।গ্রাম পুলিশের প্রধান কাজ হলো ইউনিয়ন পরিষদকে নিজ দায়িত্বে দেখিয়ে রাখা।
২।ভিজিটি ও ভিজিএফ চাউল বিতনের সময় দায়িত্ব সঠিকভাবে পালন করা।
৩।গ্রাম্য আদালতে সপ্তাহের প্রতি বুধবার বিচার কার্য পরিচালিত হয় এই সময় গ্রাম পুলিশের ভূমিকা থাকে মূখ্য।
৪।গ্রামে বিভিন্ন চোর ডাকাত ধরা পড়লে সর্বপ্রথম গ্রাম পুলিশ এগিয়ে আসেন।
৫।গ্রাম এলাকায় মানুষ মারা যায় তাহলে গ্রামপুলিশ সংবাদ বহন করে এমনকি এলাকায় যদি অগাত্য লাশ এর
সন্ধান পাওয়া যায় তাহলে সর্বপ্রথম ছুটে যায় গ্রাম পুলিশ।
৬।নতুন যদি কোন শিশুর জন্ম হয় তাহলে গ্রাম পরিষদে খরব দেন এমকি নাম ভলিয়াম তোলার জন্য তাহার তথ্য দেন।
৭।গ্রাম পুলিশ এলাকায় ট্র্রাক্স তোলা কাজে সার্বিক সাহার্য করেন।
৮।গ্রাম পুলিশ গ্রাম্য আদালতে বিচারের নোটিশ বাদি বিবাদি বাড়ি গিয়ে নোটিশ জাড়ি করেন।
৯।গ্রাম্য কোন শালিশ বা নালিশ হলে গ্রাম পুলিশ দিয়ে লোকজন ডাকানো হয়।
১০।গ্রাম পুলিশ প্রতি দিন রাত্রে দুইজন করে ইউনিয়ন পরিষদ পাহাড়া দেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস